দর্পণ ডেস্ক : রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে নাম-পরিচয় বিহীন ৪০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
ঢাকা বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বলেন- আজ ভোরে খিলক্ষেত উড়ালসেতুর পাশের রেললাইনে অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে। ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর যাবার সময় এ দুর্ঘটনাটি ঘটে।ট্রেনের ধাক্কায় তার মাথা ফেটে গিয়েছিল।
পরে পুলিশ ঘটনাস্থাল থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর বেবস্থা করে।