রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ীতে সোমবার দুপুরে বাসের ধাক্কায় আল মাহমুদ ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আল মাহমুদ ইমন পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার