দর্পণ ডেস্ক : ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এ খবর জানায়। বৃহস্পতিবার বালমোরালে মারা যান যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা এ শাসক। তার বয়স হয়েছিল ৯৬ বছর। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, বালমোরাল প্যালেসে শান্তিতে মৃত্যুবরণ করেছেন রানী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানীর মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। গতকাল সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেসময় থেকেই তিনি অনেকটা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সেসময় থেকেই তার শয্যাপাশে উপস্থিত হতে শুরু করেন রানীর সন্তানরা। মৃত্যুর খবর পেয়ে রওনা দিয়েছেন তার দুই পৌত্র প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।
১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারের উইন্ডসরে এলিজাবেথের জন্ম হয়। ১৯৫২ সালে রানী হিসেবে অভিষেক হয় তার।