রায়পুরে ১২ দোকান আগুনে পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঝাউডগী মদিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ (শনিবার) ভোররাত আনুমানিক ৩ টার সময় একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।আগুনে ওষুধ, স্বর্ণ, চায়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়।

উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আবুল হাশেম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে আরও সময় লাগবে। 

বিডি প্রতিদিন/হিমেল