দর্পণ ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রুমেইশা গেলগি। তুরস্কের ২৪ বছর বয়সী এই নারীর উচ্চতা সাত ফুট শূন্য দশমিক সাত ইঞ্চি। রুমেইশার বয়স যখন ১৮ তখনো বিশ্বের সব চেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস বুকে তার নাম ওঠে।
জানা গেছে, জন্মের পর থেকে উইভার সিনড্রোম রোগে আক্রান্ত রুমেইশা। এটা এক ধরনের জিনগত রোগ। এই রোগের কারণে অস্বাভাবিক হারে বাড়তে থাকে রোগাক্রান্ত ব্যক্তি। রোগটির কারণে রুমেইশাকে সব সময় হুইলচেয়ারে কাটাতে হয়। অল্প সময়ের জন্য হাঁটাহাঁটি করতে পারেন, ওয়াকার ব্যবহার করে। রুমেইশা বলেন, রাস্তায় যখন বের হই, আমার উচ্চতা দেখে সাধারণ মানুষকে কৌতূহলী হয়ে ওঠে। তবে বেশিরভাগ মানুষ যখন প্রথমবার আমার সঙ্গে দেখা করে, তখন তারা দয়ালু ও সহায়ক হয়। জানা গেছে, বিশ্বের সব চেয়ে লম্বা পুরুষও তুরস্কের। তার নাম সুলতান কোসেন। তার উচ্চতা আট ফুট দুই দশমিক আট ইঞ্চি। সূত্র : বিবিসি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.