দর্পণ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় দেশটির সেনাবাহিনীর হাতে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।
যদিও ওয়া লোন ও কিয়াও সো ওর নামে দুই সাংবাদিক প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন।