সৈয়দ হাসান ইমাম আরমান, বিশেষ প্রতিনিধি: র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ যা ‘সনি-র্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, বিয়াম অডিটরিয়াম, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০ -এ, “আরইএল বিজনেস কনফারেন্স ২০১৮” শিরোনামে তাদের বার্ষিক সেলস্ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর মাননীয় চেয়ারম্যান জনাব আকতার হোসেন উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে জাপান হতে আগত সম্মানিত অতিথি সনি সাউথ ইষ্ট এশিয়া -এর রিজিওনাল মার্কেট ডেভেলপম্যান্ট সেন্টার -এর মাননীয় সিনিয়র ম্যানেজার – মিঃ হিরোমোতো দাইচী; র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর মাননীয় ভাইস চেয়ারম্যান – মিসেস সাচিমি হোসেন; ব্যবস্থাপনা পরিচালক – জনাব জে. একরাম হোসেন, পরিচালক – মিস বিনাজ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানীর সকল এরিয়া ইনচার্জগণ, সারাদেশের কোম্পানীর নিজস্ব ও প্রায় ৩৫০ টি ডিলার শো-রুম হতে আগত শো-রুম ইনচার্জ ও ডিলার প্রতিনিধি এবং আমন্ত্রিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে জনাব আকতার হোসেন, বিক্রয় প্রবৃদ্ধির বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং উত্তরোত্তর ক্রেতা সন্তুষ্টি বিধানে তার অব্যাহত প্রচেষ্টা জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেন। এরপর তিনি বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সফল বরিশাল ডিলার মার্কেট -এর জনাব জি. এম. সুমন -কে এবং সিটিজি ওয়াশা সিটিপি -এর জনাব খাইরুল পাশা -কে “এমপ্লয়ি অব দ্যা ইয়ার ’১৮” এবং এরিয়া ও শো-রুম ইনচার্জ, ফ্র্যানচাইজি ও ডিলারদের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট, ইনসেনটিভ, ফরেন ট্রিপ ভাইচার এবং “আরইএল বিজনেস কনফারেন্স ২০১৮” -এ অংশগ্রহণকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।
গত ৩৪ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্বখ্যাত জাপানীজ ব্রান্ড -এর সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। সম্মানিত ক্রেতাসাধারণের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে ‘সনি-র্যাংগ্স’ -এর দেশব্যাপী ৮৫ টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০ টিরও বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে।