অনলাইন ডেস্ক : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চ্যানেল আই প্রেজেন্টস ‘লাক্স সুপারস্টার-২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে। সৌন্দর্যের ঝলক, মেধা আর উপস্থিত প্রশ্নসহ প্রতিযোগিতার সব ধাপ পেড়িয়ে এবারের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন মিম মানতাশা। সাবেক লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মীম এবারের বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।
শীর্ষ পাঁচে থাকা অন্য চার প্রতিযোগী হলেন- সামিয়া অথৈ, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত লাক্স সুপারস্টার-এর নবম আসরে এ সুপারস্টারের নাম ঘোষণা করা হয়। দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ অনুষ্ঠিত হয় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে। প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বিশেষ বিচারক হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। অনুষ্ঠানে এবার ‘মোস্ট কনফিডেন্স অ্যাওয়ার্ড’ পান পূজা, ‘মোস্ট এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড’ পান তায়েবা ও ‘মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ড’ পান ইশরাত।
মিম মানতাশাকে এ বছরের ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও পাঁচ লাখ টাকা। প্রথম রানারআপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি। তিনি পেয়েছেন চার লাখ টাকা। দ্বিতীয় রানারআপ হয়ে সামিয়া অথৈ পেয়েছেন তিন লাখ টাকা।
এ ছাড়া তাদের জন্য রয়েছে বিভিন্ন উপহারসামগ্রী, চ্যানেল আইয়ে নাটক ও টেলিফিল্মে অভিনয় করার সুযোগ।
বর্ণিল এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এই আসরের তিন বিচারকের পারফরম্যান্স। তিনটি মিউজিক্যাল কোরিওগ্রাফির সঙ্গে তারা পারফর্ম করেন। বিচারক সাদিয়া ইসলাম মৌ ও আরিফিন শুভ নৃত্য পরিবেশন করেন। তাহসান খান পরিবেশন করেন তার দর্শকপ্রিয় গান। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কণ্ঠে আবৃত্তি পাঠ অনুষ্ঠানে ভিন্নমাত্রা আনে। গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফুয়াদ। এ ছাড়া এবারই প্রথম একসঙ্গে মঞ্চে পারফর্ম করেন সাবেক তিন সুপারস্টার মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারী মম ও বিদ্যা সিনহা মীম। দুর্দান্ত এসব পারফরম্যান্সের সঙ্গে ছিল লাক্স সুপারস্টারের আগের আসরগুলোর সেরা তারকাদের পরিবেশনাও।
মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার-এর নবম আসর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ বছরের ৩ জানুয়ারি থেকে। সারাদেশ থেকে অংশ নেওয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হয় সেরা ৫। গত পাঁচ মাসে ফটোশুট, অভিনয়, নৃত্য, মডেলিংসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে।