লিটন দাস ও তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে গড়েছেন ২৯২ রানের জুটি। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি এটিই। এর আগে ১৯৯৯ সালে শাহরিয়ার হোসাইন ও মেহরাব হোসেনের ছিল ১৭০ রানের জুটি। তামিম-লিটন গড়েছেন দেশের ইতিহাসে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ভেঙেছেন ২০১৭ সালে পঞ্চম উইকেটে সাকিব-মাহমুদুল্লাহর গড়া ২২৪ রানের জুটি।
এছাড়া তামিম-লিটনের এই জুটি ওপেনিংয়ে সর্বকালের তৃতীয় সেরা জুটির রেকর্ড। ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি শাই হোপ এবং ক্যাম্পবেলের। তারা আয়ারল্যান্ডের বিপক্ষে তুলেছিলেন ৩৬৫ রান। দ্বিতীয় অবস্থানে আছে জিম্বাবুয়ের বিপক্ষে ইমাম উল ও ফকর জামানের ৩০৪ রান।
নিজেদের ওয়ানডে ইতিহাসে একই ইনিংসে মাত্র চতুর্থবারের মতো দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখল বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম (১৩২) এবং মুশফিক (১০৬) জোড়া সেঞ্চুরি দেখান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব (১১৪) এবং মাহমুদুল্লাহ (১০২) সেঞ্চুরি করেন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস (১১৫) এবং সৌম্য সরকার (১১৭) দেখান জোড়া সেঞ্চুরি। এবার তামিম (১২৮) এবং লিটন দাস (১৭৬) জোড়া সেঞ্চুরি করে দেখালেন।
এর বাইরে লিটন দাস এবং তামিম ইকবাল আরও একটি রেকর্ড গড়েছেন। যেটা এক দশক আগে করেছিলেন এবি ডি ভিলিয়ার্স এবং হাশিম আমলা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একই ব্যাটসম্যানের দুটি করে সেঞ্চুরির রেকর্ড। ২০১০ সালে হাশিম আমলা ও ডি ভিলিয়ার্স জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ওই কীর্তি। এবার তামিম-লিটন। তামিম দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এবং লিটন প্রথম ও শেষ ওয়ানডে ম্যাচে করেছেন সেঞ্চুরি।