দর্পণ ডেস্ক : রিয়াল মাদ্রিদের নতুন কোচ হুলেন লোপেতেগুইয়ের চাকরির পাশে প্রশ্ন চিহ্নটা ভালো মতোই সেঁটে গেলো। তার অধীনে প্রায় এক মাস জয়হীন রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে হেরেছে আলাভেস এবং মস্কোর বিপক্ষে। লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে তাই লস ব্লাঙ্কোসদের ঘুরে দাঁড়াতে হতো। কিন্তু লেভান্তে সান্তিয়াগো বার্নাব্যুতে এসে রিয়ালকে ২-১ গোলের হারের স্বাদ দিল।

এ নিয়ে চলতি মৌসুমে ছয় ম্যাচ জয়হীন রিয়াল মাদ্রিদ। দুই হারের পাশাপাশি আগের চার ম্যাচে গোল শূন্য সমতায় মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে রিয়ালের ১১৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোলহীন থাকার নতুন এক রেকর্ড হলো। ম্যাচের ৫৮ মিনিটে আগের ওই রেকর্ড ভাঙে লস ব্লাঙ্কোসরা। সে হিসেবে ৬০০ মিনিটের বেশি গোলহীন থেকেছে লোপেতেগুইয়ের দল। রিয়াল এ ম্যাচে শুরুর একাদশে পাঁচ পরিবর্তন এনেও ভাগ্য বদলাতে পারলো না।

ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দর্শকরা আসনে বসার আগেই ৬ মিনিটের মাথায় গোল করেন লেভান্তের মোরালেস। এর সাত মিনিট পরে আবার গোল লেভান্তের। রিয়াল মাদ্রিদ কোচ, খেলোয়াড় কিংবা মাঠে থাকা দর্শকরা কিছু বুঝে ওঠার আগে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেভান্তে।

ওই দুই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লেভান্তে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে লোপেতেগুইয়ের দল। কিন্তু মডরিচ-বেনজেমারা কিছুতেই কিছু করে উঠতে পারছিলেন না। রিয়ালের বাজে এক রেকর্ড হয়ে যাওয়ার পর ম্যাচের ৭২ মিনিটে অবশ্য গোল করেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ লেফট ব্যাক মার্সেলো। বেনজেমার পাস ধরে গোলে করে মার্সেলো ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদের। কিন্তু পরে বেশ কিছু সুযোগ তৈরি করেও সমতাসূচক গোল আর করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ক্রুস-মারিয়ানো ডিয়াজদের মাঠ ছাড়তে হয় ২-১ গোলের হার নিয়ে।

রিয়াল মাদ্রিদ অবশ্য কোচ লোপেতেগুইয়ের চেনা কৌশল বল ধরে রাখা নীতিতে সফল ছিল। তার দল পায়ে ৭০ ভাগ বল রেখেছে। ম্যাচে ৬০১টি পাস দিয়েছে। গোলের লক্ষ্যে শট নিয়েছে ১২টি। লক্ষ্যভ্রষ্ট আক্রমণ করেছে ১৪টি। কিন্তু গোল করতে পারেনি তারা। অথচ গোলের লক্ষ্যে দুই শট নিয়ে দুটিতেই গোল পেয়েছে লেভান্তে। সামনের সপ্তাহে এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ভঙ্গুর এই দল নিয়ে বার্সেলোনাকে কিভাবে সামলায় সেটাই তাই দেখার বিষয়।

আমিনুর