শরীয়ত বয়াতীর মুক্তি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইর্য়ক চ্যাপ্টার। গত ২৬ জানুয়ারি চ্যাপ্টারের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী, জঙ্গি ও মৌলবাদ মুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জ্যামাইকার একটি মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইর্য়ক শাখার সহ-সভাপতি মনির হোসেন।
শুরুতেই শহীদ জননী জাহানারা ইমাম, প্রয়াত প্রতীতি দেবী, অধ্যাপক অজয় রায়, ফাতেমা কবীর ডানা, সৈয়দা রহিমা বেগম ও বীণাপানী রায়ের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালনের পর আলোচনায় অংশ নেন মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা মেরাজ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কবি হাসনআল আব্দুলল্লাহ, সংস্কৃতিকর্মী গোপাল স্যানাল, সাংবাদিক নিনি ওয়াহেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইর্য়ক শাখার সহ-সভাপতি শফি চৌধুরী হারুন, মো. খসরু, জহিরুল ইসলাম টুকু প্রমুখ।
বক্তারা গ্রেপ্তারকৃত শরীয়ত বয়াতীর মুক্তির দাবি জানিয়ে আরও বলেন, পাকিস্তানি সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক শাসন ব্যবস্থা ভেঙে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে লাখো মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। সেই দেশে শিল্পী একজন সাধক-শিল্পীকে মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
সভায় অবিলম্বে শরীয়ত বয়াতির নিঃশর্ত মুক্তিসহ মুক্তবুদ্ধি চর্চার ওপর থেকে সকল বাধা অপসারণ করারও দাবি জানানো হয়।