দর্পণ ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির পুলিশ প্রধান ইতারু নাকামুরা। এর নিরাপত্তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন তিনি।
গত ৮ আগস্ট এক বন্দুকধারীর গুলিতে নিহত হন শিনজো আবে। এ ঘটনার দায় নিজেই নিতে চান পুলিশ প্রধান নাকামুরা। তদন্তে দেখা গেছে, হামলার দিন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি ছিল। ফলে ৪১ বছর বয়সী হামলাকারী সহজেই আবের কাছাকাছি পৌঁছে গুলি চালাতে সক্ষম হয়। ৬৭ বছর বয়সী আবের দেহে দুটি গুলিবিদ্ধ হয়। তার হৃদপিণ্ড গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান চিকিৎসকরা।
জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রধান বৃহস্পতিবার বলেন, শিনজো আবে হত্যার দায় নিতেই পদত্যাগ করবেন। এটি হবে সংস্থার জন্য ‘নতুন সূচনা’। নিরাপত্তা দায়িত্ব নতুন করে শুরু করা প্রয়োজন। গত মাসে রাজনৈতিক প্রচারণায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান আবে। হামলাকারী ইয়ামাগামী বাড়িতে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করার কথা স্বীকার করেছে। জাপানের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুক সহিংসতা যে দেশে বিরল সেই দেশে ৬৭ বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়ে বিশ্ববাসী। খবর বিবিসি, রয়টার্স।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.