দর্পণ ডেস্ক :
বয়স ৩০। এর মধ্যেই তার রেকর্ড বিক্রি হয়েছে ২৫ কোটিরও বেশি! গানের বাইরেও ভূমিকা কম নয়। নিজের দেশে হাসপাতাল করেছেন, উচ্চশিক্ষায় বিপুল অঙ্কের বৃত্তি দেন প্রতি বছর। সবকিছু বিবেচনা করে রিহানাকেই শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিল তার দেশ বার্বাডোজ। ক্যারিবীয় দ্বীপ দেশটিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন মিয়া মোটলি কিছুদিন আগেই। দায়িত্ব নেয়ার পরই ঘোষণা দিয়েছেন, নতুন করে চেনাবেন বার্বাডোজকে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এ দায়িত্ব পেলেন রিহানা। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এ গায়িকা বলেন, ‘এর চেয়ে গর্বের আর কী হতে পারে! খুবই মর্যাদাপূর্ণ দায়িত্ব। নতুন এক বার্বাডোজকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব।’
এক বার্তায় ‘ডায়মন্ডস’ গায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও, ‘দেশের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক দিন ধরেই সে কাজ করছে। সুযোগ পেলেই সে বার্বাডোজের প্রতি ভালোবাসা দেখিয়েছে।’ রিহানা মূলত দেশটির শিক্ষা ও বিনিয়োগ বাড়াতে কাজ করবেন। এছাড়া দ্বীপ দেশটির পর্যটন প্রসারেও তিনি ব্যাপক ভূমিকা রাখতে পারবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছন। রিহানা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন।