শ্বাসতন্ত্র

দেশের আটটি বিভাগে এ রোগীরা শ্বাসযন্ত্রের সমস্যার চিকিৎসা নিয়েছেন

শীত চলে গেলেও শনিবার (৭ মার্চ) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৩২ জন শ্বাসযন্ত্রের তীব্র সমস্যায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দেওয়া নিয়মিত হালনাগাদ তথ্যে দেখা যায়, দেশের আটটি বিভাগে এ রোগীরা শ্বাসযন্ত্রের সমস্যার চিকিৎসা নিয়েছেন। সেই সঙ্গে ১ হাজার ৪০৯ জন ডায়রিয়া এবং ১ হাজার ২৩৪ জন জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন।

গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৭ মার্চ পর্যন্ত শীতজনিত রোগে ৫ লাখ ৯৩ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে সারা দেশে ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।