মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের ছয় যাত্রী। 

শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাষাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় কুমার জানান, মাইক্রোবাসটি পুরাতন ফেরিঘাট এলাকায় মোড় নেওয়ার সময় তাজ আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হন। 

তিনি জানান, মাইক্রোবাসের আরও চার যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে স্থানীয় শ্রীনগরে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।