তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সৃজিতকে বিয়ে করার পর অনেকেরই প্রশ্ন- তাহসান-মিথিলার মেয়ে আইরার ভবিষ্যত কি হবে? কার কাছে থাকবে সে, বাবা না মায়ের কাছে?
মিথিলা এসব প্রশ্নের উত্তর দিলেন আজ। জানালেন, বাবা- মা উভয়ের কাছেই থাকবে আইরা।
মিথিলা আরও বলেন, ‘আইরা এখন ছোট। আমি চাইবো ওর মতো করেই ও বড় হবে। বড় হয়ে যেটা হতে চায় সেটাই হবে। মা হিসেবে আমার পক্ষ থেকে শতভাগ সমর্থন থাকবে।’
এদিকে বিয়ের পর অভিনয়ে ফিরেছেন মিথিলা। এরই মধ্যে একটি নাটক ও বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এবার হাজির হচ্ছেন একটি মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজে, নাম ‘একাত্তর’।
ওয়েব সিরিজটিতে পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তার চরিত্রের নাম রুহি।
নতুন ওয়েব সিরিজ নিয়ে মিথিলা বলেন, ‘এই কাজটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। উর্দূ শিখতে হয়েছে। অভিনয়ের আগে অনেক রিহার্সল করতে হয়েছে।’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর।
গত ২৮ ফেব্রুয়ারি বিয়ের প্রায় তিনমাস পর কলকাতায় হলো সৃজিত-মিথিলার সংবর্ধনা। অনুষ্ঠানে যেনো চাঁদের হাট বসে। টালিগঞ্জের বাঘা বাঘা তারকারা হাজির হন অনুষ্ঠানে। মিথিলা এদিন লাল শাড়ি পরেছিলেন আটপৌড়ে কায়দায়। আর সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল ধুতি পরেন। সৃজিত মিথিলাকে শুভ কামনা জানাতে অনুষ্ঠানে হাজির হন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী, অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ অনেকেই।