দর্পণ ডেস্ক : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক সংকট প্রকট হবে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফয়সালা হয়, তাহলে সব ভোট ব্যালটে হবে।’ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ৩৯ নাগরিকের বিবৃতির পর সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মঙ্গলবারের ওই বিবৃতিতে বিশিষ্টজন বলেন, ‘আমরা মনে করি, কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে।’
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক সংকট হতে পারে, এটা আমি জানি না। ইভিএম নিয়ে যদি কোনো রাজনৈতিক সংকট হয়, তা মোকাবিলার ব্যবস্থা নিতে হবে।’ ইভিএমে ভোট করলাম কি করলাম না সেটা নয়; নির্বাচনটা সঠিক, অবাধ, নির্বিঘ্ন হলো কি না সেটা বিষয়। ইভিএমে হোক আর ব্যালটেই হোক, নির্বিঘ্ন হওয়াটাই বড় কথা। কাজেই বড় ধরনের সংকট ওখানে (ইভিএম) নয়। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক পরিমণ্ডলে যে সংকটগুলো দেখছি সে সংকট ইভিএম নিয়ে নয়, আরও মোটা দাগের সংকট। দোয়া করি এ সংকটগুলো কেটে যাক।’ এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফয়সালা হয়, সব ভোট ব্যালটে হবে, যদি হানড্রেড পার্সেন্ট সমঝোতায় হয় অসুবিধা কি? তখন আমরা সিদ্ধান্ত নেব, সব দল যখন নির্বাচনে আসছে তাহলে সেটা ভালো উদ্যোগ। আপনারাও জানেন ওই সংকট নিরসন হলে নির্বাচনটা সুন্দরভাবে উঠে আসবে।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.