অনলাইন ডেস্ক :
সরকারি কর্মচারীদের জন্য ৪০ শতাংশ আবাসন সুবিধা নিশ্চিতের অংশ হিসেবে মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনিতে প্রথম দফায় ৯৮৮ টি (মতিঝিলে ৪ টি ২০ তলা ভবনে ৫৩২ এবং আজিমপুরে ৬ টি ২০ তলা ভবনে ৪৫৬) ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে সাড়ে ৯টায় মতিঝিলে এবং পরে সাড়ে ১০ টায় আজিমপুরে এই ফ্ল্যাটগুলো উদ্বোধন করা হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনন্থ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরও ১৭ টি ২০ তলা ভবন নির্মাণ করা হবে। মতিঝিলে ব্যয় ২২১ কোটি ৮৪ লাখ এবং আজিমপুরে ২৭৫ কোটি টাকা।