স্টাফ রিপোর্টার : গত ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোছাঃ সাথী খাতুন “শুকরের মাংস খোলা বাজারে অবাধে বিক্রির স্বাধীনতা দেয়া উচিত” মর্মে একটি প্রতিবেদন দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকা ও অনলাইনে তার নিজ নামে প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর গত ১৬ জুলাই ২০২২ শনিবার সাংবাদিক মোছাঃ সাথী খাতুন ঈদের ছুটিতে বেড়াতে বাবার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মহিষভাঙ্গা গ্রামে অবস্থান করাকালীন অজ্ঞাতনামা ৪ জন অপরিচিত লোক যাদের মুখে দাড়ি, টুপি ও পাল্কাবি পড়া হুজুর প্রকৃতির লোকগুলো উক্ত বাসার গেটে এসে মোছাঃ সাথী খাতুনের নাম ধরে ডাকলে তিনি বাড়ির বাইরে আসা মাত্র লোকগুলো তাকে গালিগালাজ করে বলে, তুই নাস্তিক, ইসলাম ধর্মে শুকুরের মাংস খাওয়া হারাম তা তুই খোলা বাজারে বিক্রি ও ক্রয় এবং হোটেলে প্রকাশ্যে খাওয়ার অনুমতি চাস সরকারের কাছে। তোর কত বড় সাহস বলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সাংবাদিক মোছাঃ সাথী খাতুনকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে মারতে তেরে আসলে তার চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন চলে আসলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোছাঃ সাথী খাতুনকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে বলেন যে, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবারে তোর পত্রিকায় ছাপা হওয়া নিউজ তুই প্রত্যাহার করবি ও ভবিষ্যতে ধর্মীয় বিষয়, হুজুর ও ধর্মীয় অবমাননাকর লেখা হতে বিরত থাকবি, নয়তো স্বামী ও সন্তানসহ তোকে জানে মেরে ফেলবো। বহু দিন ধরে তোকে খুঁজতেছি, আজকে বেঁচে গেলি এরপর বাঁচবি না বলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। প্রকাশ থাকে যে, মুসলিম মৌলবাদী ধর্মান্ধ সন্ত্রাসীরা পূর্বেও মোছাঃ সাথী খাতুন ও তার স্বামী দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সাজেদুর রহমান চৌধুরীকেও উক্ত পত্রিকায় ইসলাম ধর্ম ব্যবসায়ী ও ধর্মান্ধ মুসলিম মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করার কারণে কথিত ধর্মান্ধ মুসলিম মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ধারা হত্যার হুমকি ও হামলার শিকার হতে হয়েছিল। ১৬ জুলাই ২০২২ তারই ধারাবাহিকতায় তার ওপর হামলা ও সপরিবারে হত্যার হুমকি ধর্মান্ধ মুসলিম মৌলবাদী সন্ত্রাসীরাই ঘটিয়েছেন বলে তিনি মনে করেন। মোছাঃ সাথী খাতুন তার ওপর হত্যার হুমকি জানিয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি জিডি করেন। জিডি নং-৭৪১ তারিখঃ ১৯/০৭/২০২২ইং, থানা-বড়াইগ্রাম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.