দর্পণ ডেস্ক : আমেরিকায় গত সাত বছরে বাংলাভাষীর সংখ্যা বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। ২০১০ সালে দেশটিতে বাংলাভাষী লোকসংখ্যা ছিল দুই লাখ ২৩ হাজার। এ সংখ্যা ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লাখে।

ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার লোকসংখ্যার মধ্যে একমাত্র তেলেগুই আছে বাংলার ওপরে। তাদের সংখ্যা বেড়েছে প্রায় ৮৬ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে জনসংখ্যা বৃদ্ধির হিসাবে বাংলা বা তেলুগুবাসী জনগোষ্ঠীর ধারে কাছে নেই মান্দারিন (চিনা) ও স্প্যানিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের জনগণনার তথ্য অনুযায়ী, আমেরিকার প্রায় সাড়ে ছয় কোটি মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন। সংখ্যার হিসাবে যা দেশের মোট জনসংখ্যার (৩২.৫ কোটি) প্রায় ২২ শতাংশ।

বাঙালিদের মধ্যে অপার বাংলার বাঙালিরাও রয়েছেন। তাদের সংখ্যা কত শতাংশ সেই তথ্য পাওয়া যায়নি প্রতিবেদনে।

তবে মোট জনসংখ্যা বৃদ্ধির হিসাবে সাত নম্বরে আছে বাংলা। এই তালিকায় চীনা, আরবি, হিন্দি, তেলুগু, তাগালোগ এবং হাইতিয়ানের পরই আছে বাংলা।

আমেরিকার বড় পাঁচটি শহরেই ৪৮ শতাংশ মানুষ বাড়িতে ইংরেজি ছাড়াও অন্য ভাষায় কথা বলেন। নিউইয়র্ক এবং হাউস্টনে এই সংখ্যা প্রায় ৪৯ শতাংশ, লস এঞ্জেলেস শহরে ৫৯ শতাংশ, শিকাগোতে ৩৬ শতাংশ এবং ফিনিক্সে ৩৮ শতাংশ।