দর্পণ ডেস্ক : সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় লুগানো শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক নারী। ওই হামলাকারী স্টোরের একজনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন এবং অপর একজনের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। সন্দেহভাজন এই সন্ত্রাসী হামলার পর হামলাকারী ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং অপরজনের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, সন্দেহভাজন (২৮) ওই হামলাকারীর পরিচয় জানে ফেডারেল পুলিশ। ২০১৭ সালে জিহাদি সন্ত্রাসবাদী এক তদন্তের ঘটনায় তার পরিচয় জানতে পারে পুলিশ।
পুলিশ বলছে, ওই হামলাকারী স্টোরের একজনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন এবং অপর একজনের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। পরে ওই স্টোরের বিক্রয়কর্মীরা তাকে থামানোর চেষ্টা করেন।