দর্পণ ডেস্ক : এই প্রথম কোনো মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছল। পার্কার সোলার প্রোব গনগনে আগুনের পিন্ডটিকে কাছাকাছি থেকে দেখার সাক্ষী বহন করে ইতিহাসে নাম লেখালো।
মহাকাশযানটি সূর্যের রহস্য উন্মোচনের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। ২৯ অক্টোবর পার্কার সোলার প্রোব টিমের হিসাব অনুযায়ী মহাকাশযান সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ২৬.৫৫ মিলিয়ন মাইল দূরে ছিল। এর আগে অনেকবারই সূর্যের কাছে যাওয়ার দুঃসাহস দেখিয়েছেন বিজ্ঞানীরা। জার্মান-আমেরিকান হিলিওস ২ মহাকাশযানটি ১৯৭৬ সালের এপ্রিল মাসে প্রথম রেকর্ডটি করে সূর্যের নিকটতম স্থানে পৌছে। এবার সেই রেকর্ড ভাঙল নাসা।
মনে করা হচ্ছে, ২০২৪ সালে সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ৩.৮৩ মিলিয়ন মাইল দূরত্বে অবস্থান করবে। পার্কার সোলার প্রোব এর চেয়ে বেশি সূর্যের কাছে যেতে পারবে না।