বয়স যে তার কাছে সংখ্যামাত্র, এমন আভাসই দিলেন নিক
স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার চেয়ে দশ বছরের বড়। কিন্তু নিক জোনাসের কাছে বিষয়টি ‘‘ইটস কুল’’।
সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে নিক ও তার বয়সের পার্থক্য নিয়ে মজা করতে শুরু করেন গায়ক কেলি জনসন। নিকের থেকে তিনি এক যুগ বড়- কেলির এই মন্তব্যে পর তাকে থামিয়ে দিয়ে নিক বলেন, “আমার স্ত্রীর বয়সও ৩৭, অ্যান্ড ইটস কুল।”
বয়স যে তার কাছে সংখ্যামাত্র, এই কথার মাধ্যমে এমন আভাসই দিলেন নিক।
গত বছর এক সাক্ষাৎকারে নিকের সঙ্গে বয়সের পার্থ্যক্য নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে প্রিয়াঙ্কা বলেছিলেন, “দ্বিচারিতা করা কিছু মানুষের স্বভাব। কোনো স্ত্রী তার স্বামীর চেয়ে ১০ বছরের ছোট হলে আমাদের কাছে তা স্বাভাবিকই মনে হয়। কিন্তু উল্টোটা হলেই ভ্রু কুঁচকে যায় আমাদের।”
২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। তাদের বয়সের ব্যবধান নিয়ে তখনও কম কথা হয়নি। সমালোচনা, ট্রল এসব কিছুকেই পাত্তা না দিয়ে দিব্যি কেটে যাচ্ছে নিক-প্রিয়াঙ্কার বিবাহিত জীবন।