দর্পণ ডেস্ক :
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় সাত দিনের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। অবিলম্বে তাদের গ্রেফতার না করা হলে আমরণ অনশন করবেন তারা।
মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) পূর্বঘোষিত সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে এ ঘোষণা দেয়া হয়।
কর্মসূচি ঘোষণা করেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল। বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
মোল্লা জালাল বলেন, সাংবাদিক সমাজ সরকারকে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন সময় বেধে দিচ্ছে। এর মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়। সেখান থেকে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান এবং দুপুর ১টার দিকে সেখানে অবস্থান নেন।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য একটি স্মারকলিপি পাঠ করেন। সাংবাদিকদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ওই স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে জমা দেয়।
স্মারকলিপিতে চার দফা দাবি উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হচ্ছে- শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে পেশাদার গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত, প্রকাশিত ছবি বা ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া পেশাদার সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি বন্ধ এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএনপি-জামায়াত আমলসহ বিভিন্ন সময় দেশব্যাপী নিহত সাংবাদিকদের হত্যার বিচারও দ্রুত শেষ করতে হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.