দর্পণ ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাহাথিরের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন ৯৭ বছরের মাহাথির। গত জানুয়ারির শেষের দিকেও একবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারির গোড়ার দিকে সেখান থেকে তাকে রিলিজ দেন চিকিৎসকরা।
২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এক সময় যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী এখনও দেশটির একজন প্রভাবশালী রাজনীতিক মাহাথির মোহাম্মদ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.