দর্পণ ডেস্ক : বাজেট টাস্ক সঠিকভাবে করেননি শ্রীসন্ত। আর সেই কারণেই ‘খান সিস্টার্স’-দের সঙ্গে বিতর্কে জড়ান শ্রীসন্ত। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে চান শ্রীসন্ত। কোনওক্রমে তাঁকে আটকান টেলি অভিনেতা করণবীর ভোরা। ভারটের প্রাক্তন ক্রিকেটার যেন বসের ঘরে মাথা ঠান্ডা রাখেন, সেই আবেদনও করেন প্রতিযোগীদের একাংশ। কিন্তু, শ্রীসন্ত যদি বিগ বসের ঘর থেকে বেরিয়ে যান, তাহলে তাঁকে কত টাকা জরিমানা দিতে হবে জানেন?
বলিউডলাইফ ডট কম-এর খবর অনুযায়ী, শ্রীসন্ত যদি বিগ বস ১২ সিজন থেকে বেরিয়ে যান, তাহলে তাঁকে ৫০ লক্ষের ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাত বিগ বস সিজনের যে পুরস্কারের অর্থ রয়েছে, সেই পুরো অর্থই শ্রীসন্তকে ক্ষতিপূরণ দিয়ে তবেই এই রিয়েলিটি শো থেকে বেরোতে হবে ।