সারাদেশে সমন্বিত উপবৃত্তির আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রায় ১০ লক্ষ শিক্ষার্থীর মাঝে ২৯২ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৮১০ টাকার উপবৃত্তি বিতরণের আনুষ্ঠানিক সূচনা করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অগ্রণী ব্যাংক ও বিকাশের মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে যাবে শিক্ষার্থীদের অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে। দেশজুড়ে বিকাশের ২ লাখ ৩০ হাজার এজেন্টের কাছ থেকে কোনো চার্জ ছাড়াই তারা এই অর্থ সহজেই উত্তোলন করতে পারবেন।
গত সোমবার শিক্ষা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চাঁদপুরের হাইমচর ও বরিশালের বাবুগঞ্জ এর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং অনুষ্ঠানে ২২৬টি উপজেলার ১০,৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯,৯১,৫৮২ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণের এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ডা. দীপু মনি বলেন, এখন থেকে মধ্যস্বত্বভোগীদের হাতে উপবৃত্তির টাকা যাবে না। সরাসরি সুবিধাভোগীদের হাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে যাবে। দেশ ডিজিটাল হওয়াতেই এটি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মুঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব ও প্রোগ্রাম কো অর্ডিনেটর, পিসিইউ, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; মোহম্মদ শামস-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড; কামাল কাদীর, সিইও, বিকাশ লিমিটেড; শরীফ মোর্তজা মামুন, স্কিম পরিচালক, সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচএসপি)।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ