দর্পণ বিনোদন ডেস্ক:
কখনো পূজা, কখনাে বা কৌশানী। কলকাতা থেকে এই দুই নায়িকা উজবেকিস্তান যাবেন। আর সেজন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট দাবি করছেন নায়িকারা। তাও আবার নায়ক দেবের কাছে। কিন্তু কেন, আসল বিষয়টি কী?
আসলে দেবের আসন্ন ছবি ‘হইচই আনলিমিটেড’-এর শুটিং হয়েছিল উজবেকিস্তানে। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় কিছুদিন আগেই পুরো টিম নিয়ে শুটিং সেরেছেন সেখানে। সেই টিমে ছিলেন এই দুই নায়িকাও।
কিন্তু হঠাৎ দেবের কাছে বিজনেস ক্লাসের টিকিট কেন চাইলেন নায়িকারা? আসলে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি দেব এই ছবির প্রযোজকও। কিন্তু এসব কথা প্রকাশ্যে এল কী করে?
‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’- দেবের প্রযোজনায় পর পর এসব ছবিতে অভিনয় প্রচারের কায়দা দেখেছেন দর্শক। ‘হইচই আনলিমিটেড’ও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন দেব। যেখানে দেখা যাচ্ছে, ‘হইচই আনলিমিটেড’-এর সদস্যরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন চালাচ্ছেন। কখনাে খরাজ মুখোপাধ্যায়, কখনাে শাশ্বত চট্টোপাধ্যায়, কখনাে বা দেব স্বয়ং কমেন্ট করেছেন। সেখানেই দুই নায়িকা দেবের কাছে এই আবদার জানিয়েছেন।