অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ‘দ্বীন-দ্য ডে’ নামের এ সিনেমার জন্য বর্তমানে ইরানে রয়েছেন তিনি। এরই মধ্যে তেহরানের প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের ডিরেক্টর আলীরেজা তাবেশের সঙ্গে অনন্ত জলিলের প্রাথমিক আলাপ হয়েছে।
তিনি জানিয়েছেন, প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। সিনেমাটি নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেজন্য আরও অনেক কাজ বাকি।
ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। তিনি জানান, ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব ফায়দা লুটতে চায়- ছবিতে আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্রে রাখা হয়েছে। এতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে। ইসলাম যে সন্ত্রাসবাদকে সমর্থন করে না সেটা দেখানো হবে। এজন্য এতে সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস-এর নামে নীরিহ মানুষ হত্যার বিষয়গুলো তুলে ধরা হবে।
‘দ্বীন-দ্য ডে’-তে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করছেন তার স্ত্রী বর্ষা। এছাড়া ইরান ও মরক্কো থেকে ছবির একজন নায়িকা ও বেশ কয়েকজন অভিনয়শিল্পী নেওয়া হবে। ছবিটি শুটিং হবে মরক্কো ও সিরিয়ায়। এর কাজ শুরু হবে আসছে নভেম্বরে।