অনলাইন ডেস্ক : মিসর থেকে দলের সঙ্গে যখন রাশিয়া পৌঁছালেন উষ্ণ অভ্যার্থনা পেলেন সালাহ এবং তার দল। এক ভক্ত এসে সালাহকে আলিঙ্গনে বাঁধতে চাইলেন। কিন্তু সালাহ তার কাঁধ দেখিয়ে বললেন ‘না’। সাবধান। হুট করে সালাহর এই প্রতিক্রিয়া দেখে ভড়কে গিয়েছিল অনেকে। তবে কি সালাহর ইনজুরি এখনো এতটাই গুরুতর যে তিনি আলিঙ্গন করতেও ভয় পাচ্ছেন? সালাহ তাহলে ডিফেন্ডারদের ভয় ধরাবেন কিভাবে?

তবে এবার সালাহ রাশিয়া থেকে দারুণ এক সুসংবাদই দিয়েছেন মিসরের ফুটবল সমর্থকদের জন্য। বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন দেশটির ফুটবল ‘রাজা’। বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতি সারতে মিসর দল অনুশীলন করছে গ্রোঞ্জি শহরের আখমাত এরিনা স্টেডিয়ামে। সেখানেই সালাহ দলের সঙ্গে বেশ খানিকক্ষণ অনুশীলন করেন।

তবে কেবল বাকিদের সঙ্গে নিয়মিত অনুশীলন নয়, এদিন ফিটনেস নিয়েও কিছু কাজ করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। চোট পাওয়ার পর এটাই ছিল সালাহর প্রথম অনুশীলন। গত ২৭ মে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলা এ ফুটবলার। পরে গুঞ্জন উঠেছিল, চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে নাও খেলা হতে পারে তার। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন সালাহ।

তার অগ্রগতিতে খুশি দলের সঙ্গে সংশ্নিষ্টরাও। যদিও বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই সালাহ খেলতে পারবেন কি-না, সেটা এখনও নিশ্চিত নয়। টিম ডিরেক্টর ইহাব লাহিতা গণমাধ্যমকে বলেন, ‘সালাহ দ্রুত উন্নতি করছে। এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে সে। কিন্তু উরুগুয়ের বিপক্ষে সে খেলবে কি-না সেটা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রতিদিনই তার অবস্থার পর্যবেক্ষণ করছি।’

এবারের বিশ্বকাপে মিসরের সবচেয়ে বড় ভরসার নাম সালাহ। বাছাইপর্বে তার দারুণ নৈপুণ্যে ভর করেই ২৮ বছর পর বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মিসর। ক্লাবের হয়েও গত মৌসুমটা অসাধারণ কেটেছে সালাহর। প্রিমিয়ার লীগে মৌসুমের সর্বোচ্চ ৩২ গোল করেছেন, সব প্রতিযোগিতা মিলে করেছেন ৪৪ গোল। মেসি, নেইমার, রোনালদোদের পাশে এবারের বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণও তিনি। আগামীকাল শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’ গ্রুপে থাকা মিসরের বিশ্বকাপ মিশন। গ্রুপের অন্য দুই দল রাশিয়া ও সৌদি আরব।