দর্পণ ডেস্ক : ‘বাহুবলী টু’ মুক্তির পর পর থেকে তাঁর ভক্তের ছড়াছড়ি।
‘বাহুবলী টু’-এ অমরেন্দ্র বাহুবলী হিসেবে তাঁর রূপ, গুনে মুগ্ধ হয়ে যায় মহিলাকুল। ফলে তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই। প্রভাস নাকি তাঁর ‘বাহুবলী টু’-এর সহ অভিনেত্রী অনুষ্কা শেঠির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বহুবার এমন গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু, প্রভাসকে কখনও এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। সত্যিই কি প্রভাস অনুষ্কার সঙ্গে ডেট করছেন, এমন প্রশ্ন বহুবার উঠেছে। কিন্তু, এবার সত্যিই নাকি নিজের বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আনতে চলেছেন দক্ষিণী অভিনেতা।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, আগামী মাসে প্রভাসের জন্মদিন। আর ওইদিনই নাকি বিয়ের দিন, তারিখের ঘোষণা করবেন তিনি। চলতি বছরের ২৮ অক্টোবর প্রভাসের জন্মদিন। ওইদিনই নিজের বিয়ের ঘোষণা করবেন প্রভাস। শুধু তাই নয়, জন্মদিনেই নাকি প্রভাসের আগামী সিনেমা ‘সাহো’-র প্রথম লুকও প্রকাশ্যে আসবে। এখন দেখা যাক, ভক্তদের জন্য আর কী কী সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছেন প্রভাস।