অনলাইন ডেস্ক : বরগুনার আমতলী উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের ২৭ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বান্দ্রা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী কাওসার হাওলাদারকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ সকালেই ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর মা।
অপহৃত স্কুুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার সকালে ওই ছাত্রী ও তার দুই বান্ধুবী তাদের প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়ি ফেরার পথে তাদের তারিকাটা গ্রামের বাসিন্দা কাওসার হাওলাদার তার সহযোগী কামাল ও সবুজসহ ৫/৬ জন মিলে ওই ছাত্রীকে মোটর সাইকেলে তুলে নিতে চেষ্টা করে। এ সময় তারা অপহরণকারীদের জুতা দিয়ে পিটিয়ে প্রতিহতের চেষ্টা করে। এক পর্যায়ে কাওসার তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে খুন করার হুমকি দেয়। এতে তারা ভয় পেয়ে গেলে সুযোগ কাজে লাগিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করার হলে ২৭ ঘন্টা পর উপজেলার বান্দ্রা গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও কাওসার হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই স্কুল ছাত্রীর মা আমাদের সময়কে জানান, গতকাল রোববার তার মেয়েকে উদ্ধারের পর আজ সোমবার সকালে আমতলী থানায় বাদী হয়ে কাওসারকে প্রধান আসামী করে ৭ জনের নামে মামলা দায়ের করেছেন তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্যাহ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহৃতাকে উদ্ধার এবং বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।’