দর্পণ ডেস্ক : বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই নাট্যজন ম হামিদ। তিনি জানান, মাহমুদ সাজ্জাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়। পরে কোভিড নেগেটিভ ফল এলেও কোভিড পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হন মাহমুদ সাজ্জাদ। ৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এরপর তিনি অভিনয় করেছেন সহস্রাধিক নাটকে। মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম, উপল ও অঞ্জন নামে দুই সন্তান রয়েছে। তারা পাঁচ ভাই। এর মধ্যে ম হামিদ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং ছোট ভাই কেএম খালিদ বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.