অভিনেত্রীর সঙ্গে অসভ্যতা, পিতজা ডেলিভারি বয়ের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ নায়িকা

নিজস্ব প্রতিবেদন: মত্ত অবস্থায় হাজির হয়ে অভিনেত্রীর সঙ্গে কুকর্ম করে বসলেন জনপ্রিয় পিতজা কোম্পানির এক ডেলিভারি বয়। চেন্নাই ওই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। গত ৯ ফেব্রুয়ারি একটি প্রসিদ্ধ পিতজা কোম্পানিতে খাবারের জন্য ফোন করেন তামিল অভিনেত্রী গায়ত্রী সাই। খাবার অর্ডার দেওয়ার বেশ কিছু সময় পর তা গায়ত্রীর বাড়িতে এসে পৌঁছয়। গায়ত্রী অভিযোগ করেন, মত্ত অবস্থায় তাঁর বাড়িতে হাজির হন পিতজা কোম্পানির ওই কর্মী (পিতজা ডেলিভারি বয়)। কোনওক্রমে তাঁর কাছে থেকে জিনিস নিয়ে তাঁকে বিদায় করেন গায়ত্রী।

.@dominos_india this is how he spread it through Whatsapp @TNPOLICE_HQ please help pic.twitter.com/xePh7QsiGo

— Gayatri Sai (@gainsai) February 26, 2020

এরপরই গায়ত্রী বুঝতে পারেন, পিতজা সংস্থার ওই কর্মী তাঁর মোবাইল নম্বর শেয়ার করেছেন একটি অ্যাডাল্ট গ্রুপে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরেই পুলিসের দ্বারস্থ হন অভিনেত্রী গায়ত্রী সাই। এফআইআর দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই পুলিসে জোর কদমে তদন্ত শুরু করেছে। পুলিসের পাশাপাশি ওই পিতজা কোম্পানির তরফেও তাঁদের কর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা।