চিকিৎসার অভাবে শয্যাশায়ী একাধারে ভাষা সৈনিক, ৬ দফা আন্দোলনের অগ্র সৈনিক, ৭০ এর নির্বাচনে নির্বাচিত গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহর পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয় এবং পাশে দাঁড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীদের নিজেদের দৈনন্দিন খরচের টাকা জমিয়ে ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দান -অনুদান সংগ্রহ করে ভাষা সৈনিকের পরিবারের হাতে আজ এক লাখ ৬ হাজার ৯৮৪ টাকা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ভাষা সৈনিক খন্দকার মালেক শহীদুল্লাহর ছেলে মুঞ্জুর মালেক সুদিপ্তর হাতে এ অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে আমরা ব্যাক্তিগতভাবে তহবিল গঠন করে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের একবেলার দৈনন্দিন খরচের টাকা বাঁচিয়ে সহায়তা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের সাধ্যমতো সহায়তা করে, যার মাধ্যমে আমরা এক লাখ ছয় হাজার ৯৮৪ টাকা উনার হাতে তুলে দিতে পারি। পাশাপাশি তার চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ভাষা সৈনিক মালেক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী। এ রকম একজন মহান মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। ভাষা সৈনিক এ নেতাকে দেখতে আমি হাসপাতালে এসেছি। আগামীতে উনার চিকিৎসার ব্যাপারে আমরা আরও সহযোগিতা করব। মুজিববর্ষে ছাত্রলীগের এ উদ্যোগ সত্যিই অনুকরণীয় হয়ে থাকবে।
খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ ছেলে খন্দকার মনজুর মালেক সুদীপ্ত বলেন, চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না বিধায় বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। শুধুমাত্র ভাতার টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব