চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে গোপন অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে একনলা বন্দুক, পাইপগান, এলজিসহ ২০টির বেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়। এ সময় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার থেকে টানা চার ঘণ্টা অস্ত্র কারিগর কালা মনির ওরেফে কালা মইন্যার বাড়িতে এই অভিযান চালায় পুলিশ। গ্রেফতারা হলেন- অস্ত্র কারিগর সাইফুল (২৮) ও অস্ত্র কারিগর কালা মনিরের স্ত্রী প্রিয়া বেগম (২১)।
সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, উপজেলাসহ স্থানীয় ডাকাতদের অস্ত্র সরবরাহ করতো কালা মনির ওরেফে কালা মইন্যা। বেশকিছু দিন ধরে উপজেলায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে মনিরের বানানো অস্ত্র ব্যবহার হয়ে আসছিলো। তার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।

আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর ইউনিয়নে পুলিশের অভিযান শুরু হলে পালিয়ে যায় অস্ত্র কারিগর কালা মনির। তবে মনিরের ঘরের সঙ্গে লাগোয়া অস্ত্র কারখানা থেকে তার সহকারী অস্ত্র কারিগর সাইফুল ও তার স্ত্রী প্রিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বাড়ি ও অস্ত্র কারখানা তল্লাশি করে ২০টির বেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে, দেশীয় তৈরি একনলা বন্দুক, পাইপগান, শাটারগান ও এলজি।