‘যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, তবে সেটি দুর্ভাগ্যজনক হবে’
ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার জি কে শামীম কীভাবে রাষ্ট্রপক্ষের অজান্তে দু’টি মামলায় জামিন পেয়েছিলেন তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়।
আনিসুল হক বলেন, “মামলাগুলোতে জি কে শামীম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কিন্তু রাষ্ট্রপক্ষ বিষয়টি জানে না। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। যে কোনো ঘটনায় দুই পক্ষের কথাই শোনা প্রয়োজন। যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, তবে সেটি দুর্ভাগ্যজনক হবে।”
“আমি বিষয়টি সম্পর্কে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করেছিলাম, তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। তাই এ বিষয়টি তদন্ত করে দেখা হবে”, যোগ করেন তিনি।
ব্যবসা সহজীকরণে সম্পত্তি নিবন্ধন সূচক বিষয়ক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিব নরেন দাস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এবং ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নিহাদ কবীর।