দর্পণ ডেস্ক:
সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগস্ট এলেই বিএনপি-জামায়াত নতুন নতুন ষড়যন্ত্র শুরু করে।
মন্ত্রী বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। এই গ্রেনেড হামলায় আইএসআই’রও পৃষ্ঠপোষকতা ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য তৎকালীন সরকার জজ মিয়া নাটক মঞ্চস্থ করেছিল। এখন এই মামলার যুক্তিতর্ক চলছে। আগামী সেপ্টেম্বরেই প্রত্যাশিত রায় পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বেগম আইভী রহমান ছিলেন নারীদের প্রিয় নেত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহীদ হন এবং অনেকে আহত হন।
চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, ডিইউজে’র সভাপতি আবু জাফর সূর্য্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বক্তব্য রাখেন।