দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে আগামী বছরের শুরুতে ফের বৈঠক হতে পারে। এটা হবে দুই নেতার মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
মার্কিন কর্মকর্তা স্থানীয় সময় শুক্রবার কয়েকজন সাংবাদিককে জানান, দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই দিন বলেন, শিগগিরই তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং দুই নেতার বৈঠকের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন। গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম বৈঠক হওয়ার পরই দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনা চলছে।
পম্পেও বলেন, দ্বিতীয় বৈঠক হবে পরমাণু অস্ত্রমুক্ত উত্তর কোরিয়া গড়তে বড় ধরনের পদক্ষেপ। এর আগে ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাত্কারে পম্পেও বলেন, কিম দুই সপ্তাহ আগে তাকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের করা বৈঠকে যেসব অঙ্গীকার করেছেন তা বাস্তবায়ন করবেন।
আমিনুর