অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের বয়স ৫২ পেরিয়েছে গত ডিসেম্বরে। তারপরও কেউ তাকে আঙ্কেল ডাকলে মোটেও তা পছন্দ করেন না তিনি। শিশুরাও তাকে আঙ্কেল ডাকলে তিনি বিরক্ত হন। এমনকী সনি টেলিভিশন চ্যানেলে তার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দশ কা দামে’ও কেউ যাতে তাকে আঙ্কেল না ডাকে সে ব্যাপারেও তিনি নিষেধাষ্ণা দিয়েছেন।

জানা গেছে, ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত সালমান খান তার আশেপাশে শিশুদেরও প্রশিক্ষন দিয়েছেন তাকে আঙ্কেল বলে না ডাকতে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সালমান তার বন্ধুদের বাচ্চাদেরও তাকে আঙ্কেল ডাকতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, বন্ধুদের বলেছেন যদি কারো বাচ্চা তাকে আঙ্কেল ডাকে তাহলে তার সঙ্গে আর যোগাযোগ রাখবেন না।

বিষয়টা এমন, বয়স বাড়লেও সালমান সকলের কাছে তরুণই থাকতে চান। সালমান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী ছবি ‘রেস থ্রি’ নিয়ে অনেক সমালোচনা হলেও বক্স অফিসে এটি দারুন ব্যবসা করেছে। এছাড়া এ বছর টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ উপস্থাপনার কথা রয়েছে সালমানের।