অনলাইন ডেস্ক : আজ দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুর গাঁটছাড়া বাঁধছেন। তাদের চার হাত এক হচ্ছে। আনন্দ-সোনমই আপাতত ট্রেন্ডিং গোটা দেশ জুড়ে। আজ বিয়ে হয়ে যাওয়ার পর মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। রিসেপশন হবে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, ব্যান্ডস্ট্যান্ড এবং লীলা হোটেলে। জানা গেছে, বিয়ে হয়ে গেলেও এখনই হনিমুনে যাওয়ার সময় পাবেন না দম্পতি।
নিজেদের পেশাদারী ব্যস্ততার জন্য। অক্টোবরেই নাকি মধুচন্দ্রিমা সারবেন দম্পতি। মেহেদীতে হাত রাঙানোর মধ্য দিয়ে শুরু হয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার (সোনান্দের) বিয়ের কার্যক্রম। এই আয়োজনে ক্যামেরাবন্দি হয়েছেন রানী মুখার্জী, করন জোহর, জাহ্নবী ও খুশি কাপুর, অর্জুন কাপুর, কিরন খের, মোহিত মারওয়াসহ অনেকে।