ছবি: অন্তর্জাল (প্রতীকী)

মানুষ হিসেবে তুমি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের।

কারো কাছে বিরক্তিকর। অন্যজনের কাছে প্রতিভাবান। প্রিয়জনের কাছে খুবই স্বচ্ছন্দ। কারো কারো কাছে আগন্তুক। বন্ধুর কাছে শ্রেষ্ঠ। শত্রুর কাছে সবচেয়ে খারাপ। কয়েকজনের কাছে স্মার্ট।কিছু মানুষের কাছে খুবই সাহসী। অনেকের কাছে অগ্রহণযোগ্য। এবং অবশিষ্টদের কাছে অচেনা।

তুমি কে তা অনেকভাবে শ্রেনিবিন্যাস করা যেতে পারে।  তোমার আচরণ, মেজাজ-মর্জি অথবা তোমার সম্পর্কে  অন্যদের ধারণা থেকে। অন্যেরা  তোমাকে কীভাবে  জানে, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কীভাবে জানো। 
সুতরাং তুমি যা, তা মেনে নাও এবং নিজেকে  ভালোবাসো।