দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহমেদ তপুকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শাতে বলেছেন আদালত। রোববার (২৪জুন) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো: মনিরুজ্জামান এর আদালত এ আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের তদন্তাধীন মামলায় কোন আইন বলে কাউন্সিলর তোফায়েল আহমেদ তপু আদালতে আসামীর প্রত্যয়ন পত্র দাখিল করেছেন এই মর্মে প্রত্যয়নকারী কাউন্সিলরকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে আদালতে হাজির হয়ে কারন দর্শানের নির্দেশ। প্রসংগত; গত ২৪ মে মহিপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে কুয়াকাটা পৌরসভার কেরানীপাড়া থেকে মঞ্জু রাখাইন’র স্ত্রী হেমাতী রাখাইন কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতারের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে। রবিবার হেমাতীর পক্ষে তার নিযুক্তীয় কৌশুলী আসামীর জামিন আবেদনের সাথে কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন পত্র ও অসুস্থ্যতাজনিত প্রমান পত্র আদালতে দাখিল করেন। অত:পর বিজ্ঞ আদালত হাজতী আসামী হেমাতী’র জামিন আবেদন না মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে চিকিৎসার ব্যবস্থা এবং কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোফায়েল আহমেদ তপুকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর আদেশ দেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.