দর্পণ স্পোর্টস ডেস্ক :
আবর্জনা দিয়ে তৈরি করা জার্সি পরে এবার খেলবে রিয়াল মাদ্রিদ। অভিনব উদ্যোগ এ বিষয়ে কোন সন্দেহই নেই।
রিয়াল মাদ্রিদের হোম ও অ্যাওয়ে জার্সি আগেই প্রকাশ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এবার তৃতীয় জার্সিটিও বেরিয়ে গেল। জার্সির রং কোরাল পিংক। সমুদ্রে ভাসমান প্লাস্টিকের আর্বজনা থেকে বানানো হয়েছে রিয়ালের নতুন জার্সিটি। সমুদ্রের আবর্জনা থেকে জার্সি তৈরির কারণ কী? প্রতিদিন আবর্জনার পরিমাণ বেড়েই চলেছে এই কারণেই মাদ্রিদের এমন নতুন উদ্যােগ।
সমুদ্রে ভাসমান প্লাস্টিকের আর্বজনা নিয়ে অনেক দিন ধরেই পরিবেশবাদীরা সচেতনতা গড়ার চেষ্টা করে চলেছেন। ফেলে দেয়া বােতলগুলো প্রাকৃতকি ভারসাম্য নষ্ট করছে। এজন্য অ্যাডিডাস কোম্পানি ফেলে দেয়া বােতল থেকেই তৈরি করেছে বিশেষ এক ধরনের জার্সি। এর আগেও এ ধরনের জার্সি পরে নেমেছে রিয়াল। এবার পুরো মৌসুমেই এই জার্সি পরে খেলবে রিয়াল মাদ্রিদ। এই জার্সির কলারে একটি স্ট্রিপ থাকছে, তাতে লেখা রয়েছে ‘সাগরের জন্য’।