সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের আবদুস ছত্তার ফকির নামের এক শ্রমিকের লাশ নিখোঁজের দু’দিন পরে পায়রা নদীর ছোট লবনগোলা চর থেকে উদ্ধার করেছে স্বজনরা।
জানাগেছে,উপজেলার পাতাকাটা গ্রামের আবদুস ছত্তার ফকির রবিবার সকালে আড়পাঙ্গাশিয়া খালে ঝুলে পড়া রেইন্টি গাছের ডাল কাটতে গিয়ে নিখোঁজ হয়।স্বজনরা খোজাখুজি করে না পেয়ে আমতলী পুলিশ ও দমকল বাহিনীর লোকজনকে খবর দেয়।পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দু’দিন খুজে উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে পায়রা নদীর ছোট লবনগোলা চরে ক্ষত বিক্ষত লাশ দেখে স্থানীয় লোকজন স্বজনদের খবর দেয়। স্বজনরা গিয়ে লাশ শনাক্ত শেষে নিয়ে আসে।আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন,নিখোঁজ ছত্তার ফকিরের লাশ স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।