আমার সঙ্গে সিনেমা করেই ভালো অভিনেত্রী হয়েছে ক্যাটরিনা : সালমান

দেখতে-শুনতে ক্যাটরিনা ভালোই। সালমানের ভাষায়, ‘চার্মিং, বিউটিফুল এবং গর্জাস’। কিন্তু তার সঙ্গে ‘ব্যাক টু ব্যাক’ ছবি করেই নাকি ভালো অভিনেতা হতে পেরেছেন ক্যাটরিনা কাইফ, এমনটাই দাবি তার এক সময়ের প্রেমিক সল্লু মিয়ার।

কমেডিয়ান কপিল শর্মার শো’র মঞ্চে ক্যাট-সালমানের পুরনো এক ভিডিও নেটদুনিয়ায় হঠাৎই ভাইরাল। সেই ভিডিওতেই সালমান বলছেন, সুন্দর তো ও ছিলই। কিন্তু আমার সঙ্গে দু’তিনটি ছবি করার পর থেকেই ভালো অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা। 

মূলত সালমানের হাত ধরেই বলিপাড়ায় অভিষেক হয়েছিল ক্যাটরিনার। ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’ -সালমানের সঙ্গে তার প্রতিটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। এক সময় তাদের প্রেম ছিল ‘টক অব দ্য টাউন’। কিন্তু ২০১০ নাগাদ ব্রেকআপ হয়ে যায় ওই জুটির। পরবর্তীকালে সংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেছিলেন, সালমানই ছিলেন তার প্রথম প্রকৃত ভালোবাসা। ব্রেকআপ হয়ে গেলেও আজও তারা ভালো বন্ধু। একসঙ্গে ইভেন্ট থেকে মুভি-চলছে পুরো দমেই।

বিডি প্রতিদিন/আরাফাত