বরিশালে এক পুলিশ কনস্টেবল নিজ নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সে সদ্য উদ্বোধন হওয়া ৮তলা একটি ব্যারাক ভবনের ছাদে গিয়ে তিনি গুলি করেন।
ওই পুলিশ কনস্টেবলের নাম হৃদয় চন্দ্র দাস (২২)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চকদোষ গ্রামের সুকন্ঠ সাহার ছেলে।
আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গলায় ঝুলিয়ে রেখেছিলেন। পুলিশ সুত্রে জানা যায়, চিরকুটে লেখা ছিল, ‘আমি চিরদিনের জন্য বিদায় নিলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’
পুলিশ জানায়, ছাদ থেকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।