দর্পণ ডেস্ক : দুই সপ্তাহ হতে চলল, এখনো কারাগারে বন্দী আরিয়ান খান। বার বার জামিন আবেদন করেও যেন কোনো কাজ হচ্ছে না। মিলছে না জামিন। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরী। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।
ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনো রকম মিষ্টি তৈরি করবেন না। মান্নাত-এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি।
খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরী। এরপরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না। আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে প্রার্থনা করছেন তিনি। গত ৮ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন আরিয়ান। আগামী ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি হবে। তবে জামিন হবে কিনা তা স্পষ্ট নয়। সূত্র : আনন্দবাজার।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.