দর্পণ ডেস্ক : ‘টু স্টেটস’ সিনেমার মধ্য দিয়েই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে পরিচয় ঘটে ‘ইসকজাদে’ খ্যাত তারকা অর্জুন কাপুরের। ওই একটি ছবিতেই আলিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে অর্জুনকে। আর আলিয়ার সঙ্গে ‘টু স্টেটস-এ’ একটি চুম্বন দৃশ্যের কথা নাকি তিনি এখনও ভুলতে পারেন নি। পরিণীতি চোপড়া নাকি ? সম্প্রতি এমন প্রশ্নের জবাবে অর্জুন বলেন, অবশ্যই আলিয়া।
ইন্ডিয়া টুডে জানায়, ‘টু স্টেটস-এ’ মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অর্জুন। সেখানে তিনি, আলিয়াকে ‘বেস্ট কিসার’ বলে অভিহিত করেন। পর্দায় তিনি যেভাবে অর্জুন কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন, তা কোনওভাবে ভোলার নয় বলে উল্লেখ করেন অর্জুন।
এছাড়া ‘ইশকজাদে’র পরিণীতি সম্পর্কে অর্জুন বলেন, পরিণীতির সঙ্গে আলিয়ার তুলনা চলে না। দু’জন দু’জনের জায়গায় অন্যরকম। কিন্তু ‘টু স্টেটস-এ’ অভিনয় করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, চুম্বন দৃশ্যে আলিয়া অনেক বেশি সাবলীল। আর সে কারণেই তাকে এতো ভালো লাগে।