সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি বাঁশ বাগান থেকে অজ্ঞাত যুবকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার পালোয়ান পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে জব্দ করা হয়েছে দুইটি হেলমেট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুড়ি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অজ্ঞাত ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে ও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রাথমিক সুরতহাল করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসআরএস